Mesh October Rashifal Bangla মেষ রাশিফল অক্টোবর 2022

Mesh October Rashifal Bangla মেষ রাশিফল অক্টোবর 2022

Mesh October Rashifal Bangla 2022 মেষ রাশির অক্টোবর মাস কেমন যাবে

Mesh October Rashifal Bangla 2022

– ( Mesh Rashifal October 2022 in Bengali ) জেনে নিন মেষ রাশিফল অক্টোবর মাস 2022. কেমন যাবে মেষ রাশির অক্টোবর মাস। কি কি থাকছে মেষ রাশির অক্টোবর মাসের রাশিফল ? মেষ রাশির চাকরিজীবিদের অক্টোবর মাসের রাশিফলমেষ রাশির ব্যবসায়ীদের অক্টোবর মাসের রাশিফলমেষ রাশির আর্থিক পরিস্থিতি অক্টোবর মাসে কেমন থাকবে? মেষ রাশির বিবাহিত জীবন অক্টোবর মাসে কেমন থাকবে ? মেষ রাশির শরীর স্বাস্থ্য অক্টোবর মাসে কেমন থাকবে? মেষ রাশির প্রেম ভাগ্য অক্টোবর মাসে কেমন যাবে ? মেষ রাশির লেখাপড়া অক্টোবর মাসে কেমন হবে?

আর মেষ রাশিফল অক্টোবর মাস এই আর্টিক্যালে থাকছে মেষ রাশির প্রতিকারমেষ রাশির শুভ রঙমেষ রাশির লাকি নম্বর।    

Mesh October Rashifal Bangla মেষ রাশিফল অক্টোবর 2022

Mesh October Rashifal Bangla

মেষ রাশির চাকরিজীবিদের অক্টোবর মাস কেমন যাবে

চাকরি রাশিফল মেষ রাশি অক্টোবর মাস

আপনার ভাগ্যপতি হলেন বূহস্পতি। বর্তমানে বক্রী অবস্থায় আছে। আর কর্মপতি হলেন শনিদেব। শনিদেবও বক্রী অবস্থায় আপনার কর্মস্থানে অবস্থান করছে।

তবে 26ই অক্টোবর থেকে শনিদেব মার্গী হয়ে যাবে। চাকরিজীবিদের জন্য সময়টা ভালো। অবস্থার শুভ পরিবর্তন হবে। তবে 18ই অক্টোবরের পর থেকে। যারা বিভিন্ন ভাবে নিজের কাজকর্ম নিয়ে চিন্তিত ছিলেন। অপেক্ষা করুন 26ই অক্টোবর পর্যন্ত। এবার এতদিনের পরিশ্রম আপনাকে অবশ্যই সফলতা এনে দেবে। পরিস্থিতি আপনার সাথে থাকবে।

চাকরিজীবিদের জন্য 26ই অক্টোবরের পর থেকে ভালো সময়।যারা এতদিন ধরে চাকরি নিয়ে সমস্যায় ছিলেন। তাদের জন্য ভালো সময় আসছে। যারা নানা ভাবে কর্মহীন হয়ে পড়েছিলেন বা যারা মনের মতো চাকরি চাইছিলেন। তাদের মনের ইচ্ছা পূরণ হবে। যাদের কর্মক্ষেত্রে এতদিন ধরে সব কিছু বিপক্ষে ছিল। তাদের সমস্যা গুলোর অবসান ঘটবে। যারা পদোন্নতি বা প্রোমোশনের অপেক্ষা করছিলেন। তারাও নিরাশ হবেন না।

মেষ রাশির ব্যবসায়ীদের অক্টোবর মাস কেমন যাবে

ব্যবসা রাশিফল মেষ রাশি অক্টোবর মাস

অক্টোবর মাস সার্বিক ভাবে মেষ রাশির ব্যবসায়ীদের জন্য ভালো সময়। তবে আপনি বলবো মাসের দ্বিতীয় ভাগটা আরো ভালো যাবে। ব্যবসায় উন্নতি, ব্যবসা সফলতা, প্রতিযোগিতায় জয় লাভ। ব্যবসায় অগ্রগতি ঘটবে। এই সময় আর্থিক লেনদেন বাড়বে। খুচরা ও পাইকারি দুই ধরনের ব্যবসায়ীদের ব্যবসায় সফলতা আসবে। তবে ভুলে যাবেন না, সফলতার পেছনে পরিশ্রম থাকে। পরিশ্রম ছাড়া সফলতার স্বাদ ভালো লাগে না।

Mesh October Rashifal Bangla মেষ রাশিফল অক্টোবর 2022

Mesh October Rashifal Bangla

মেষ রাশির আর্থিক পরিস্থিতি অক্টোবর মাসে কেমন থাকবে ?

মেষ রাশির আর্থিক পরিস্থিতি অক্টোবর মাসে মিশ্র থাকবে। আয় ও ব্যয় প্রায় সমান সমান হবে। তবে খরচ যদি বেশী হয়। তাহলে আর্থিক পরিস্থিতি আপনাকে চাপে ফেলতে পারে। বুঝে চলুন।

মেষ রাশির বিবাহিত জীবন অক্টোবর মাসে কেমন থাকবে ?

শুক্রে অবস্থান অক্টোবর মাসের প্রথমে মোটেই শুভ নয়। বিভিন্ন কারনে গতমাসেও যে সমস্যা গুলো চলছিল। এই মাসের প্রথমেও একই সমস্যা কমবেশী চলতে থাকবে। এই যে কমবেশি এই কথাটা বললাম কেন জানেন ? কারন, রাশি এক হলেই যে সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক নয়। তবে শুক্রের রাশি পরিবর্তন 18ই অক্টোবরের পরে বৈবাহিক জীবনে অনেক সমস্যার সমাধনা করবে।

আগের সমস্যা গুলো সমাধান হবে। ফলে বিবাহিত জীবন পুনরায় আগের মতই ভালো  কাটবে। হারিয়ে যাওয়া প্রেম ফিরে পাবেন। দেখুন হারানো জিনিস ফিরে পাওয়ার মজাই আলাদা তাই না!

মনে রাখবেন মাসের প্রথম ভাগটা ভালো যাবে না। কারন 17ই অক্টোবর পর্যন্ত শুক্রের অবস্থান কন্যা রাশিতে। এবং মেষ রাশি আপনার জন্মরাশির জন্য একদমই শুভ নয়। ভালো নয়। Misunderstanding, সমস্যা, মতানৈক চলতে থাকবে। 18ই অক্টোবরের পর থেকে পরিস্থিতি শুভ।

অবিবাহিতদের বিবাহের যোগ তৈরী হবে। যাদের বিবাহে প্রায় নানা সমস্যা বা বাধা বিপত্তি আসছিল। তার অবসান হবে। শুধু একবার নিজের জন্মছকে দেখে নেবেন শুক্রের দশা চলছে কিনা।

নব দম্পতির বৈবাহিক জীবন ভালো কাটুক এটাই আশা রাখি। তবে শুক্র যদি আপনার জন্মছকে অশুভ স্থানে বা পীড়িত অবস্থায় থাকে। সেক্ষেত্রে অবশ্যই বিচার পাল্টে যাবে। যদি তাই হয়, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর পরামর্শ আপনি নিতে পারেন।

Mesh October Rashifal Bangla মেষ রাশিফল অক্টোবর 2022

Mesh October Rashifal Bangla

মেষ রাশির শরীর স্বাস্থ্য অক্টোবর মাসে কেমন থাকবে?

মঙ্গলের অবস্থান আপনার জন্মছকের সাপেক্ষে শুভ নয়। আপনার জন্মরাশিতে রাহুর অবস্থান এখনো আছে। তাছাড়া মঙ্গল 16ই অক্টোবর নিজের শত্রুর ঘরে মিথুন চলে আসবে।

এই লিঙ্কে কিক্ল করে শরীরে ফ্যাট কমানোর উপায় জেনে নিন মেথির চমৎকারী টোটকা

এই সময় নিজের শরীর ও স্বাাস্থ্য নিয়ে বিশেষ সর্তক থাকুন। এমনকি শরীরে রোগ ব্যথির জন্য খরচও বারবে।দূরে যাত্রা, খাওয়া দাওয়া নিয়ে সচেতন থাকুন।

পুরোনো কোনো রোগ ইত্যাদি কারনে আপনি অক্টোবর মাসে কষ্ট পেতে পারেন।

আরো পড়ুনজন্ম রাশি অনুযায়ী কোন রঙ আপনার জন্য শুভ জেনে নিন

আরো পড়ুনআর্থিক উন্নতি তে বাধা কাটানোর সহজ উপায় ঘরোয়া টোটকা

আরো পড়ুনগ্রহ দোষ নিবারণের অব্যর্থ টোটকা

Mesh October Rashifal Bangla 

মেষ রাশির প্রেম ভাগ্য অক্টোবর মাসে কেমন যাবে?

প্রেম সম্পর্কের জন্য অক্টোবর মাস মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য শুভ নয়। মাসের প্রথম হোক বা দ্বিতীয় ভাগ ! মেষ রাশির প্রেম সম্পর্কে বিভিন্ন কারনে সমস্যা তৈরী করবে।

কথায় কথায় মাথা গরম, কোনো কারন ছাড়া ছোটো খাটো বিষয় নিয়ে মতানৈক্য সম্পর্কের মধ্যে অবনতি আনবে। দেখবেন কোনো কারন নেই, সব কিছু ভালোই চলছে। হঠাৎ করে সমস্যা তৈরী হয়ে গেল। এই ভাবে তো আর সম্পর্ক চলতে পারে না। ফলে আপনার প্রিয়জন নিজের সিন্ধান্ত বদল করতে পারে। আর এই নিয়ে আবার আপনার চিন্তা শুরু হবে। আপনি ডিপ্রেস হয়ে যাবেন।

Mesh October Rashifal Bangla

মেষ রাশির লেখাপড়া অক্টোবর মাসে কেমন হবে

আপনার লেখাপড়ায় কারক গ্রহ রবির 17ই অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান শুভ নয়। সুতরাং মাসের প্রথম ভাগ বিদ্যার্থীদের লেখাপড়ায় প্রতিযোগিতা তৈরী করবে। যা আপনাকে লেখাপরায় পিছিয়ে দেবে। এই সময় কোনো পরীক্ষা বা পরীক্ষার ফলাফল আপনার মনের মতো হবে না।মাসের প্রথম সময়টা তো পূজা ছুটি উৎসব আনন্দে কেটে যাবে।

17ই অক্টোবরের পরে রবির রাশি পরিবর্তনও মেষ রাশির বিদ্যার্থীদের ভালো ফলাফল দেবে না। কারন তুলা রাশিতে রবি নীচ অবস্থায় থাকে। আর নীচস্থ গ্রহ কখনো শুভ ফলাফল দেয় না।

Mesh October Rashifal Bangla

প্রতিকার – মেষ রাশির অক্টোবর মাসের টোটকা

মেষ রাশির লাকি কালার

এই মাসে আপনার শুভ রঙ লাল।

মেষ রাশির লাকি নাম্বর

 

লাকি নম্বর এক এবং ছয়।

একটি লাল সুতো প্রতি মঙ্গলবার হনুমানজীর মন্দিরে নিজের নাম ও গোত্র দিয়ে পূজা করিয়ে পুরুষরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে সাতটি পাকে বেধে ধারন করুন। আর প্রতি মঙ্গলবার লাল সুতো পরিবর্তন করুন। পুরানো সুতোটা অবশ্যই জলে ভাসিয়ে দেবেন। ও মঙ্গলবার নিরামিষ আহার করুন। প্রতিদিন স্নানের পরে হনুমান চল্লীশা পাঠ করুন।

Mesh October Rashifal Bangla 2022 পড়ুন এবং যদি মেষ রাশির বিষয় আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। 

 

Leave a Comment

Your email address will not be published.