এবার রো্দ্দুর রায় খিস্তি দিল রুপঙ্কর বাগচী কে।
রোদ্দুররায় খিস্তি দিল রুপঙ্করকে – ( Bangla News ) নেট দুনিয়াতে এখন সব থেকে আলোচ্য বিষয় রুপঙ্কর বাগচী এবং বিখ্যাত গায়ক কেকে। কেকের অকাল প্রয়ানে সঙ্গীত প্রেমী এবং কেকের অনুরাগীদের মধ্যে বিষাদের সুর। আর একদিকে কেকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বিপাকে পড়েছেন রুপঙ্কর বাগচী। নেট পাড়ায় ছোটো থেকে বড় সকলেরই বিরাগ ভাজন হচ্ছেন রুপঙ্কর বাগচী। সেলিব্রেটি থেকে শুরু করে অনেকেই তাকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষায় আক্রমন করছেন।
এবার রোদ্দুর রায়ের ক্ষোভের মুখে রুপঙ্কর বাগচী।

রোদ্দুর রায় কে চেনেন তো ? তার অতি অসাধারন ভাব মূর্তি সকলেরই চেনে এবং জানা। যদি ওনাকে আরো জানতে চান তাহলে ওনোর ইউটিউব ঘরে আসুন এই লিঙ্কটি ক্লিক করে।
রবীন্দ্র নাথ ঠাকুর থেকে বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী সকলেই তার ভাষার শিকার হয়েছেন। এবার রুপঙ্কর বাগচী কে কাঁচা খিস্তি দিয়ে পুনরায় নেট দুনিয়াতে ভাইরাল হলেন রোদ্দুর রায়। ( রুপঙ্কর বাগচী ট্রোলড ভিডিও )
How to Protect Skin From Sun Tan Naturally Try This
রোদ্দুররায় খিস্তি দিল রুপঙ্করকে ( Bangla News )
কেকের অকাল প্রয়ান কে কেউ মেনে নিতে পারছেন না। আর কেকে নিয়ে রুপঙ্কর বাগচীর মন্তব্য বিষয়টিকে আর ঘোলা করেছে। একজন সঙ্গীত শিল্পী হয়ে অপর একজন সঙ্গীত শিল্পীর নামে এমন কথা আশা করি কেউ বলে না। তাহলে কেন রুপঙ্কর বাগচী এই ধরনের মন্তব্য করলেন। আর ঠিক তার পরেই ঘটে গেল সেই অঘটন।
রুপঙ্কর বাগচী দাবি করেছেন ছিলেন তিনি কেকের থেকে অনেক ভালো গায়ক। তবুও তাকে কেউ পাত্তা দেয় না। তিনি কি তার সঙ্গীত কেরিয়ার কে নিয়ে নিরাপত্তা হিনতায় ভুগছেন ? লকডাউন চলা কালীন রুপঙ্কর বাচীর আর একটা ভিডিও সকলের সামনে এসে ছিল। যে তার গান ইউটিউবে কেউ দেখছেন না। ফলে তার ভিউ বারছে না। এবং রোজগারও হচ্ছে না ইত্যাদি।

এক দিকে কেকের প্রয়ান এবং রুপঙ্কর বাচীর এ হেন মন্তব্য সব দিক থেকে আরো এক ধাপ পিছিয়ে দিল রুপঙ্কর বাগচীর শিল্পী সত্ত্বা কে। আদেও তার এই মন্তব্য এবং কেকের প্রয়ান সবটাই মিলে মিশে বিরাগ ভাজনের স্বীকার রুপঙ্কর বাগচী।
তবে শিল্পীদের আরো অনেকটাই গুরুত্ব দেওয়া হোক। বিশেষ করে যারা এই ধরনের অনুষ্ঠান অরগাইনজ করেন তাদের অবশ্যই দেখে উচিত। অনুষ্ঠানের পরিকাঠামো। এবং সঠিক ভাবে নিরাপত্তা ইত্যাদি।
কেকের অকাল প্রয়ানে আমরা সকলেই গভীর ভাবে শোকাহত। মেনে নেওয়া যাচ্ছেনা। তবুও বাস্তব সর্বদা কঠিন ও ষ্পস্ট।
কেকের বিদেহী আত্মার শান্তি কামনা করি। এবং রুপঙ্কর বাগচীর দ্রুত শুভ বুদ্ধির উদয় হোক এটাই কামনা করি।