এবার মুখোমুখি আসতে চলেছে বলিউডের চিরশত্রু করণ জোহর আর কঙ্গনা রানাওয়াত
চিরশত্রু করণ কঙ্গনা একসাথে : বলিউডে বর্তমান সময়ে সব থেকে বিতর্কিত নাম কঙ্গনা রানাওয়াত আর করণ জোহর। সকলেই জানে কঙ্গনা রানাওয়াত আর করণ জোহরদের শত্রুতার গল্প। এবার মুখোমুখি আসতে চলেছে কঙ্গনা রানাওয়াত আর করণ জোহর।

8ই নভেম্বর দিল্লীতে পদ্মশ্রী সম্মান নিতে উপস্থিত থাকবে চিরশত্রু করণ কঙ্গনা একসাথে। বলিউডের এই দুইজন তারকদের পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে। এই উপলক্ষে তাদের একসাথে এক মঞ্চে দেখা যাবে।
কঙ্গনা ও করণের মধ্যে বহু দিনধরেই মুখ দেখাদেখি বন্ধ। কোনো ভাবেই দুজনকে একসাথে দেখা যায় না। বলিউড নেপোটিজম নিয়ে কঙ্গনা রানাওয়ত প্রকাশ্যেই করণ জোহরের বিরুদ্ধে নিজের বক্তব্য জানিয়েছিলেন। এই নিয়ে নেট দুনিয়াতে তুমুল ঝড় উঠেছিল।
Coffee With Karan টিভি শোতে কঙ্গনা একবার জানিয়েছিলেন, তার বায়োপিক তৈরী হলে করণকে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করার সুযোগ দেবেন।
বলিউড সিনেমা জগত এবং করণ জোহর দুটো নামই প্রায় কাছাকাছি। বলিউড সিনেমা জগতে করন জোহর একজন নাম করা এবং সফল প্রযোজক। তাকে মুভি মাফিয়া এর একটি বিশেষ ভূমিকায় অভিনয় করাতে চান কঙ্গনা রানাওয়াত।
পুরো বিষয়টিকে হাসির ছলে স্বাভাবিক করলেও,করণ জোহর এই মন্তব্যকে মজার ছলে নেয়নি। প্রসঙ্গত এরপরে বহু ক্ষেত্রে করন জোহর কঙ্গনার বিরুদ্ধে বিভিন্ন অনুষ্ঠানে তীব্র কটাক্ষ করেন।
2020 সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা নিয়ে বলিউড নেপোটিজম এবং স্বজন পোষনের ঝড় উঠেছিল বলিউড সিনেমা জগতে। কার্যত কঙ্গনা ঐ সময় করণ জোহরকে ভিলেন বানিয়ে দিয়েছিলেন। এই নিয়ে করণ জোহর কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি। তবে নিশ্চয় তিনি কোনো বড় সুযোগেই অপেক্ষায় রয়েছেন।

এদিকে করিনা কাপুর কে নিয়ে ব্যস্ত সইফ আলি খান বিস্তারিত পড়ুন
এতঘটনার পরে এবার পদ্মশ্রী অনষ্ঠানে 8ই নভেম্বর 2021 দিল্লীতে চিরশত্রু করণ কঙ্গনা একসাথে মুখোমুখি হবেন। ইতিমধ্যে নেটদুনিয়াতে এই নিয়ে নেটিজেনরা অপেক্ষায় আছেন। পদ্মশ্রী পুরষ্কার বিতরণী অনুষ্ঠান 2021 দিল্লীতে তারা আদেও মুখোমুখী হবে ?
আপনার মন্তব্য জানান।
বিনোদনের সব খবর পেতে নিয়মিত পড়ুন Enews Express.
চিরশত্রু করণ কঙ্গনা একসাথে মুখোমুখি আসতে চলেছে দিল্লীতে পদ্মশ্রী অনুষ্ঠানে। তাদের মধ্যে আবার কি বির্তক তৈরী হবে এই নিয়ে অপেক্ষায় নেট দুনিয়া!