বাংলাতে হবে না আদানির গ্যাস প্রকল্প কেন বাতিল হলো পরিকল্পনা বিস্তারিত জানুন
আদানির গ্যাস প্রকল্প – পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর অধীন আদানি টোটাল প্রাইভেট লিমিটেডের পরিকল্পনা ছিল রাজ্যে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন তৈরীর। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের আগেই আপাতত বাতিল। অতি সম্প্রতি মুখ্যমন্ত্রীর আয়োজনে অনুষ্ঠিত বিশ্ব-বাণিজ্য বঙ্গ সম্মেলনে গৌতম আদানি বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এর আগেই ধাক্কা। সূত্রে খবর, পাইপলাইন তৈরির জন্য যাবতীয় সমস্ত কাগজ-কলমের কাজ হয়েই এসেছিল। শুধু বাকি ছিল স্থানগ্রহন। কিন্তু তার আগেই ছন্দপতন। আপাতত বাতিল করা হল রাজ্যে আদানি টোটাল প্রাইভেট লিমিটেডের পরিকল্পনা।
Bangla News

পশ্চিমবঙ্গে নতুন শিল্পের হাহাকার বিগত কয়েক বছর ধরেই। ফলে কর্মসংস্থানের নতুন সুযোগ নেই বললেই চলে। তার মধ্যেই এই নতুন প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন তৈরির পরিকল্পনা বাতিলে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা।
পিসি ভাইপো প্রসঙ্গে হাওড়ার মিছিল থেকে বিস্ফোরক শুভেন্দু
বাতিল করা হল রাজ্যে আদানি টোটাল প্রাইভেট লিমিটেডের পরিকল্পনা
আদানি টোটাল প্রাইভেট লিমিটেডের পাইপলাইন তৈরির পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল বিশাল এলাকা জুড়ে সুদূরপ্রসারী প্রভাবসম্পন্ন কার্যক্রম। পশ্চিমবঙ্গের পূর্ব-মেদিনীপুরের হলদিয়া থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট অঞ্চলের পানিহাট অবধি সুদীর্ঘ পাইপলাইন তৈরির পরিকল্পনা ছিল আদানি গোষ্ঠীর।
আদানির গ্যাস প্রকল্প
এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল প্রবল জনবহুল এলাকা কলকাতা থেকে দমদম এলাকায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা। এই প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন তৈরির উদ্যোগের সঙ্গে বাংলাদেশের পাওয়ার গ্রিডের সংযুক্তিকরণের সম্ভাবনা ছিল। কারণ, বাংলাদেশের খুব কাছেই উত্তর চব্বিশ পরগনার বসিরহাট। তাই এই প্রকল্পের ভবিষ্যত সম্ভাবনা ছিল খুব উজ্জ্বল।
রাজ্যে জেলার সংখ্যা হবে ২৩ থেকে ৪৬ মুখ্যমন্ত্রী দিলেন আভাস

কেন বাতিল হল আদানির গ্যাস প্রকল্প
কিন্তু, কাগজ কলমে এতদূর এগিয়ে আসার পর কেন বাতিল হল প্রবল সম্ভাবনাময় এই পরিকল্পনা? সূত্রে খবর, হীরানান্দানি গোষ্ঠীর প্রবল আপত্তিতেই বাতিল হল আদানি প্রাইভেট লিমিটেডের পরিকল্পনা। কিন্তু হীরানান্দানি গোষ্ঠীর আপত্তি কারণ কী? হীরানান্দানি গোষ্ঠী সম্প্রতি হুগলির শ্রীরামপুর থেকে কানাইচট্ট পর্যন্ত গ্যাস পাইপলাইন তৈরির পরিকল্পনা করছে। এবং পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের বাস্তবায়নও হচ্ছে ঠিকমত।

এমতাবস্থায় আদানি গোষ্ঠীর প্রস্তাবিত পাইপলাইনের কাজ শুরু হলে হীরানান্দানি গোষ্ঠীর অন্তর্গত এইচ-ইন্টারেস্ট কাজের সাথে সংঘাতের সৃষ্টি হবে। ঠিক এই কারণে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করার পাইপলাইন তৈরির পরিকল্পনাতে এতদূর এগোনো সত্বেও পিছু হটতে বাধ্য হল আদানি টোটাল প্রাইভেট লিমিটেড। কাগজপত্র সংক্রান্ত যাবতীয় কার্যক্রম, এমনকী ইচ্ছাপত্রতেও স্বাক্ষর অবধি এগিয়ে গেছিল। এত দুর এগিয়ে যাওয়ার পরেও তারা পিছিয়ে এল।
বলা বাহুল্য তাদের পরিকল্পনা তারা নিজেরাই বাতিল করল। এই কারণেই তাদের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হল আদানি টোটাল প্রাইভেট লিমিটেড। গৌতম আদানি রাজ্যে বিপুল অর্থ বিনিয়োগের আগে এই ধাক্কা পরবর্তীকালে পশ্চিমবঙ্গের বিনিয়োগক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। পশ্চিমবঙ্গে নতুন শিল্পের হাহাকারের মাঝে আদানি টোটাল প্রাইভেট লিমিটেডের এই পরিকল্পনা বাতিল সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।